আমাদের দেশ বাংলাদেশ। এই দেশের শিক্ষা ব্যবস্থায় প্রতিটি শ্রেণীতে গণিত বিষয়টি আছে কিন্তু তাদের মধ্যে কয়জনই বা এর ব্যবহার জানে। আমাদের দেশের ছেলে- মেয়েরা গণিত এর ব্যবহার শেখার থেকে FACE BOOK ব্যবহার করতে বেশী আগ্রহী। এটা হলো ডিজিটাল বাংলাদেশের নমুনা যেখানে শিক্ষার ব্যবহার শিখার কারো কোনো আগ্রহ নাই। কিন্ত তথ্য-প্রযুক্তি সম্পর্কে জানতে বা ব্যবহার করতে বেশী আগ্রহী। আবার দেখা যায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর শিক্ষা ব্যবস্থায় গণিতের ব্যবহারিক ক্লাশ আছে কিন্তু ব্যবহারিক করার কোন ব্যবস্থা নেই আবার ব্যবহারিক পরীক্ষায় উপস্থিত হলেই পাশ। আর ২০১০ইং এর নতুন পবিধানে তাত্ত্বিক ও ব্যবহারিক একসাথে মিলয়ে পাশ যার কারণে তারা আগে অংক করত পাশ করার জন্য আর এখন তাও করে না কারণ গণিত টিউশন পরলে স্যার ব্যবহারিকে ৭০ দিবে আর অতি সংক্ষিপ্ত গুলোর উত্তর দিলে ২০০ তে ৯০ মানে পাশ। তাহলে আর পড়ার দরকার টাই বা কি?
goood... post
উত্তরমুছুন