দুই বন্ধুতে গল্প হচ্ছে।
প্রথম বন্ধু: বল তো, হেলিকপ্টারের মাথার ওপর একটা বিশাল পাখা থাকে কেন?
দ্বিতীয় বন্ধু: কেন?
প্রথম বন্ধু: হেলিকপ্টার চালানোর সময় পাইলটের যেন গরম না লাগে, সে জন্য।
দ্বিতীয় বন্ধু: যাহ্।
প্রথম বন্ধু: হুমম্! বিশ্বাস না হলে তুই হেলিকপ্টার চালানোর সময় পাখাটা বন্ধ করে দিয়ে দেখিস, বেচারা কেমন ঘামতে থাকে!
বিমান চালনা প্রশিক্ষণের সময় প্রশিক্ষককে প্রশ্ন করল এক শিক্ষার্থী, ‘স্যার, বিমান আকাশে ওড়ার সময় হঠাৎ যদি যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বন্ধ হয়ে যায়, তাহলে নিচে পড়তে কত সময় লাগবে?’
প্রশিক্ষক: তোমার বাকি জীবন!
বিমান চালানোর সময় হঠাৎ বিমানের নিয়ন্ত্রণ হারালেন নবীন পাইলট। রেডিওর মাধ্যমে তিনি সাহায্য প্রার্থনা করতে লাগলেন।
নবীন পাইলট: আমি কিছুতেই বিমানটাকে নিয়ন্ত্রণে আনতে পারছি না। আমাকে সাহায্য করুন।
সাহায্যকারী: ঘাবড়াবেন না। শান্ত হোন। প্রথমেই আমাকে আপনার অবস্থান এবং উচ্চতা সম্পর্কে বলুন।
নবীন পাইলট: আমার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং অবস্থান বিমানের সামনের অংশে!
বিমানে ভ্রমণের সময় সাউন্ড বক্সে হঠাৎই শোনা গেল পাইলটের কণ্ঠস্বর। ‘সম্মানিত যাত্রীসাধারণ। শুভ সকাল। আপনাদের ভ্রমণে বিঘ্ন ঘটানোর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের বিমানে কিছু সমস্যা দেখা দিয়েছে। ওপরের দিকে তাকালেই আপনারা দেখবেন, বিমানের দেয়ালে ফাটল ধরেছে। ডান দিকের জানালায় তাকালেই দেখবেন, বিমানের ডানায় আগুন ধরেছে। বাম দিকের জানালায় তাকালেই দেখবেন, বিমান একটা পাহাড়ের সঙ্গে ধাক্কা খেল বলে। আরও জানাচ্ছি যে এটা একটি রেকর্ড করা ম্যাসেজ। নিচের দিকে তাকালেই আপনারা প্যারাসুটে অবস্থানরত আমাকে দেখতে পাবেন!’
বিমানে যাত্রার সময় বিমানবালা বলছেন, ‘সম্মানিত যাত্রীসাধারণ, আমাদের এয়ারলাইনসে ভ্রমণ করার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। আমাদের এয়ারলাইনস দেশের সেরা এয়ারলাইনস। আমাদের বিমান খুবই অত্যাধুনিক। যাত্রীদের সেবায় আমরা সদা তৎপর। শুধু একটাই সমস্যা, আমাদের পাইলট একটু ভুলোমনা। সে প্রায়ই সবকিছু ভুলে যায়। যা হোক, আপনাদের মধ্যে কি কেউ প্লেন চালাতে জানেন? জানলে দয়া করে হাত তুলুন!’
সংগ্রহ: মো. সাইফুল্লা
প্রথম বন্ধু: বল তো, হেলিকপ্টারের মাথার ওপর একটা বিশাল পাখা থাকে কেন?
দ্বিতীয় বন্ধু: কেন?
প্রথম বন্ধু: হেলিকপ্টার চালানোর সময় পাইলটের যেন গরম না লাগে, সে জন্য।
দ্বিতীয় বন্ধু: যাহ্।
প্রথম বন্ধু: হুমম্! বিশ্বাস না হলে তুই হেলিকপ্টার চালানোর সময় পাখাটা বন্ধ করে দিয়ে দেখিস, বেচারা কেমন ঘামতে থাকে!
বিমান চালনা প্রশিক্ষণের সময় প্রশিক্ষককে প্রশ্ন করল এক শিক্ষার্থী, ‘স্যার, বিমান আকাশে ওড়ার সময় হঠাৎ যদি যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বন্ধ হয়ে যায়, তাহলে নিচে পড়তে কত সময় লাগবে?’
প্রশিক্ষক: তোমার বাকি জীবন!
বিমান চালানোর সময় হঠাৎ বিমানের নিয়ন্ত্রণ হারালেন নবীন পাইলট। রেডিওর মাধ্যমে তিনি সাহায্য প্রার্থনা করতে লাগলেন।
নবীন পাইলট: আমি কিছুতেই বিমানটাকে নিয়ন্ত্রণে আনতে পারছি না। আমাকে সাহায্য করুন।
সাহায্যকারী: ঘাবড়াবেন না। শান্ত হোন। প্রথমেই আমাকে আপনার অবস্থান এবং উচ্চতা সম্পর্কে বলুন।
নবীন পাইলট: আমার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং অবস্থান বিমানের সামনের অংশে!
বিমানে ভ্রমণের সময় সাউন্ড বক্সে হঠাৎই শোনা গেল পাইলটের কণ্ঠস্বর। ‘সম্মানিত যাত্রীসাধারণ। শুভ সকাল। আপনাদের ভ্রমণে বিঘ্ন ঘটানোর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের বিমানে কিছু সমস্যা দেখা দিয়েছে। ওপরের দিকে তাকালেই আপনারা দেখবেন, বিমানের দেয়ালে ফাটল ধরেছে। ডান দিকের জানালায় তাকালেই দেখবেন, বিমানের ডানায় আগুন ধরেছে। বাম দিকের জানালায় তাকালেই দেখবেন, বিমান একটা পাহাড়ের সঙ্গে ধাক্কা খেল বলে। আরও জানাচ্ছি যে এটা একটি রেকর্ড করা ম্যাসেজ। নিচের দিকে তাকালেই আপনারা প্যারাসুটে অবস্থানরত আমাকে দেখতে পাবেন!’
বিমানে যাত্রার সময় বিমানবালা বলছেন, ‘সম্মানিত যাত্রীসাধারণ, আমাদের এয়ারলাইনসে ভ্রমণ করার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। আমাদের এয়ারলাইনস দেশের সেরা এয়ারলাইনস। আমাদের বিমান খুবই অত্যাধুনিক। যাত্রীদের সেবায় আমরা সদা তৎপর। শুধু একটাই সমস্যা, আমাদের পাইলট একটু ভুলোমনা। সে প্রায়ই সবকিছু ভুলে যায়। যা হোক, আপনাদের মধ্যে কি কেউ প্লেন চালাতে জানেন? জানলে দয়া করে হাত তুলুন!’
সংগ্রহ: মো. সাইফুল্লা
এই কৌতুক গুলো আগে প্রকাশিত হয়েছে এখানে।